Showing posts with label BANGLA NEWS. Show all posts
Showing posts with label BANGLA NEWS. Show all posts

এসপিকে বারবার জড়িয়ে ধরার চেষ্টা ডিআইজির, না মানায় সামনেই পর্ণ দেখার অভিযোগ

Rape

গ্রাফিক শৌভিক দেবনাথ।

জোর করে জড়িয়ে ধরার চেষ্টা। সামনেই পর্নোগ্রাফি দেখা। চাকরিতে পদোন্নতি আটকে দেওয়ার হুমকি। অন্য দফতরে বদলির আবেদন আটকে দেওয়া।
এমনই একাধিক যৌন হেনস্থার অভিযোগ তুললেন তামিলনাড়ুর এক মহিলা পুলিশ সুপার। অভিযোগ আবার তাঁরই ঊর্ধ্বতন পুলিশ অফিসার খোদ ডিআইজির বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এই ঘটনায় পুলিশ মহলে তোলপাড় পড়ে গিয়েছে। নড়েচড়ে বসেছে তামিলনাড়ু সরকারও। কমিটি গঠন করে শুরু হয়েছে তদন্ত।
তামিলনাড়ুর ওই মহিলা পুলিশ সুপার অভিযোগ পত্রে জানিয়েছেন, মাঝেমধ্যেই ‘অফিশিয়াল’ কাজের অছিলায় অসময়ে তাঁকে ডেকে পাঠাতেন ডিআইজির ঘরে। সেখানে বারবার তাঁকে জড়িয়ে ধরার চেষ্টা করতেন। কিন্তু তিনি রাজি হননি।
আরও পডু়ন: গোপন ডেরা থেকে সরকারি নথি সামনে এনে এ বার সিআইডি-কে চ্যালেঞ্জ ভারতীর!
এর পর শুরু হয় অন্য অত্যাচার। এসপি-কে সামনে বসিয়ে রেখে দিনের পর দিন পর্নোগ্রাফি দেখতে শুরু করেন ডিআইজি। বন্ধ করতে বললেও সে কথায় কর্ণপাত করতেন না বলে অভিযোগ এসপি-র। পাশাপাশি তিনি অশ্লীল এসএমএস পাঠানো এবং কুপ্রস্তাব দেওয়ার অভিযোগও তুলেছেন ডিআইজির বিরুদ্ধে। এসপির দাবি, বারবার নিষেধ করলেও ডিআইজি তাঁর কুকর্ম চালিয়ে গিয়েছেন।
শেষমেষ বাধ্য হয়ে পুলিশেরই অন্য বিভাগে বদলির আবেদন জানান ওই এসপি। কিন্তু পদমর্যাদা বলে তাও ডিআইজি আটকে দিয়েছেন বলে অভিযোগ।ওই মহিলা পুলিশ সুপারের দাবি, বিভিন্ন সময়ে নানাভাবে তাঁকে ভয় দেখানো হত। পদোন্নতি আটকে দেওয়া, কর্মজীবনে প্রভাব ফেলা-সহ নানা হুমকি দিতেন ডিআইজি। তাই বাধ্য হয়ে শেষে থানায় অভিযোগ দায়ের করেন।
আরও পড়ুন: যৌনপল্লিতে গিয়ে ধরা পড়ায় এশিয়ান গেমস থেকে ফেরত পাঠানো হল চারজনকে
ঘটনা সামনে আসতেই একটি তদন্ত কমিটি গঠন করেছে তামিলনাড়ু সরকার। সে রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রে খবর, ২০১৩ সালের কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা বিরোধী আইন অনুযায়ী তদন্ত শুরু হয়েছে।
কর্মক্ষেত্রে মহিলাদের যৌন হেনস্থা রুখতে সম্প্রতি গঠিত হয়েছে বিশাখা কমিটি। ওই কমিটিতেও বিষয়টি জানানো হয়েছে। কমিটির গাইডলাইন অনুযায়ী, যৌন হেনস্থার অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে অভ্যন্তরীণ তদন্ত শুরু করা যাবে। পাশাপাশি অপরাধমূলক কাজকর্ম হিসাবে ধরে নিয়ে শুরু করা যাবে তদন্তও।

‘শুটিং বন্ধ, ব্যাঙ্কিং রয়েছে কিনা জানি না’

Madhumita Chakraborty

‘কুসুমদোলা’ ধারাবাহিকের দৃশ্যে মধুমিতা।

গত শনিবার সকালে শুটিংয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরিয়েছিলাম। কিন্তু মাঝপথে খবর পেলাম শুটিং হবে না। শুটিং বন্ধ। আজ সোমবার। আজও একই পরিস্থিতি। টানা তিন দিন ধরে ধর্মঘট চলছে স্টুডিও পাড়ায়।
আমাদের প্রতি রাতে ফোন করে পরের দিনের কলটাইম দেওয়া হয়। কাল রাতেও প্রোডাকশন থেকে তেমন কোনও ফোন আমি পাইনি। আমি যে ধারাবাহিকে এখন অভিনয় করছি সেটা হয়তো এই সপ্তাহেই শেষ হয়ে যাবে। তবে লাস্ট কী লাইন আপ রয়েছে তা জানি না। আর আজ টেলিকাস্টের পর আদৌ ব্যাঙ্কিং রয়েছে কিনা, সেটাও বলতে পারব না।

এই ধর্মঘটে টেকনিশিয়ানদের দিক থেকে যে সব কারণ রয়েছে অ্যাজ অ্যান আর্টিস্ট আমি সেটা সাপোর্ট করি। আফটার অল সকলের কাছেই দিনের শেষে টাকাটা ম্যাটার করে। তার পর তো শিল্পের জায়গাটা আমরা ফ্লোরে গিয়ে পূরণ করি।আমি চ্যানেলের কনট্র্যাক্টে আছি। মাসের প্রথমেই আমার পেমেন্ট হয়ে যায়। ফলে এই অসুবিধেটাআমার হয় না। কিন্তু আমাদের সঙ্গেই কাজ করছেন, এমন অনেকেই এই সমস্যায় পড়েছেন। সত্যিই তো, তাঁদের চলবে কী করে? টেলিভিশনে কাজের সময়টা নিয়েও ভাবনাচিন্তা করা উচিত।

–– ADVERTISEMENT ––

আরও পড়ুন, বন্ধ হয়ে যেতে পারে ধারাবাহিকের সম্প্রচার? ধর্মঘটে উঠছে প্রশ্ন
যা চলছে সেটা কাম্য নয়। একটা মধ্যস্থতা তো করতে হবে। দ্রুত কাজে ফিরতে চাই আমরা সকলেই।

ব্যাঙ্কিং না থাকলে কী হবে? খুব ভয় লাগছে

গত শনিবার থেকে টালিগঞ্জ স্টুডিও পাড়ায় ধর্মঘট চলছে। শুটিং বন্ধ। সোমবারেও অচলাবস্থা কাটেনি। ঠিক কী পরিস্থিতি? কলম ধরলেন অভিনেত্রী দিতিপ্রিয়া রায়।Ditipriya Roy

‘রানি রাসমণি’-র চরিত্রে দিতিপ্রিয়া।

সমস্যাটা অনেক দিন ধরেই চলছিল। কাজের সময় এবং ওভারটাইম পেমেন্ট নিয়ে। সেটা এখন অনেক বড় আকার ধারণ করেছে।
গত শনিবার থেকে আমাদের শুটিং বন্ধ। আজ তিন দিন হয়ে গেল শুটিং হয়নি। দর্শক হয়তো জানেন না, কতটা প্রেশারের মধ্যে আমরা কাজ করি। আমরা প্রত্যেকে। আর্টিস্ট, টেকনিশিয়ান প্রত্যেকে...।

এখন একটা চিন্তাই খুব বেশি করে হচ্ছে। ভয় লাগছে। ব্যাঙ্কিং। ব্যাঙ্কিং না থাকলে তো সিরিয়াল দেখানো মুশকিল হয়ে যাবে। আর আমরা যে শিডিউলে কাজ করি, তাতে তো খুব বেশি ব্যাঙ্কিং থাকে না। ফলে ধর্মঘট না উঠলে, শুটিং না শুরু হলে তো সিরিয়াল দেখানোই মুশকিল হয়ে যাবে। তাতে যে দর্শকেরা আমাদের এত ভালবাসেন তাঁদের খারাপ লাগবে।

–– ADVERTISEMENT ––
আরও পড়ুন, শুটিং বন্ধ, ব্যাঙ্কিং রয়েছে কিনা জানি না, বলছেন মধুমিতা
তবে আমার মনে হয়, চ্যানেল বা হাউজ নিশ্চয়ই কোনও উপায় বের করবে। ব্যাঙ্কিং না থাকলেও যাতে সিরিয়াল চালানো যায়, সেটার ব্যবস্থা করবে। যেটাই হোক, আমি চাই তাড়াতাড়ি আবার শুটিং শুরু হোক। আর্টিস্ট, টেকনিশিয়ান, প্রোডিউসার— সকলে মিলে নিশ্চয়ই কোনও একটা সমাধান বের করবেন। এ আমার বিশ্বাস।

ADD