লালকেল্লা থেকেও নরেন্দ্র মোদীর চোখ আগামী লোকসভা নির্বাচনে.

মঞ্চটা ছিল ৭২তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী হিসাবে ভাষণের। কিন্তু, সেই লালকেল্লার মঞ্চ থেকেই যেন আসন্ন লোকসভা নির্বাচনী প্রচারের পতাকা তুলে ধরলেন নরেন্দ্র মোদী। নিজের ভাষণে গত চার বছরে মোদী সরকারের সাফল্যের খতিয়ান পেশ করলেন। সেই সঙ্গে আগামী দিনে সরকারের একাধিক পরিকল্পনার কথাও ঘোষণা করলেন। পাশাপাশি মোদীর দাবি, দলের স্বার্থ নয়, দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতেই যে কোনও কড়া সিদ্ধান্ত নিতে পিছপা হন না তিনি।
২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে এটাই ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শেষ স্বাধীনতা দিবসের ভাষণ। বুধবার লালকেল্লা থেকে দেশবাসীর উদ্দেশে নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদী নাগরিকপঞ্জি থেকে শুরু করে জিএসটি, অনুপ্রবেশকারী প্রসঙ্গে বিরোধীদের জবাব দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে সরকারের  লক্ষ্যের কথাও জানালেন। তার মধ্যে যেমন ছিল, ২০২২-এর মধ্যে এক জন ভারতবাসীকে মহাকাশে পাঠানোর লক্ষ্য। তেমনই ছিল, প্রত্যেক ভারতবাসীর জন্য স্বাস্থ্যবিমা যোজনার লক্ষ্য।নিজের ভাষণে প্রধানমন্ত্রীর দাবি, গত চার বছরে এ দেশে আমূল পরিবর্তন এসেছে। ২০১৩- গতিতে উন্নয়ন হলে একশো বছরেও ঘরে ঘরে পৌঁছত না বিদ্যুৎ। গরিবরা এলপিজি গ্যাস পেতেন না। কিন্তু, সরকারের একাধিক দ্রুত সিদ্ধান্তের ফলে দেশের বহু নাগরিক তার সুফল ভোগ করছেন। এর মধ্যে রয়েছে জিএসটি এবং নোটবন্দির মতো ব্যবস্থা। তাঁর আরও জানান, এক সময়কার দুর্বল অর্থনীতির ভারত অর্থনৈতিক ক্ষেত্রে এখন বিশ্বের ষষ্ঠতম শক্তিশালী দেশ।

ADD